Government of People's Republic of Bangladesh Office of Upazila Agriculture Officer Muksudpur, Gopalganj www.dae.muksudpur.gopalganj.gob.bd Vision: Sustainable and profitable production of crops. Mission: To enhance the technical knowledge and skills of all categories of farmers by providing efficient, effective, decentralized, area-based, demand-based and integrated agricultural extension services to increase sustainable and profitable crop production. Citizen Service Commitment
serial no |
Service Name |
Basic information about services |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল) |
১ |
কৃষি বিষয়ক পরামর্শ প্রদান |
চাহিদা প্রাপ্তি সাপেক্ষে কৃষি বিষয়ক পরামর্শ সেবা প্রদান এবং প্রযোজ্য ক্ষেত্রে মাঠ পরিদর্শন/ প্রশিক্ষণ/ প্রদর্শনী/ মাঠ দিবস/দলীয় সভা আয়োজন |
* চাহিদা প্রাপ্তি (ব্যক্তিগত যোগাযোগ, এসএমএস, ভার্চুয়াল,টেলিফোন/মোবাইল কল, ই-মেইল) * কারিগরী সহায়তা ও পরামর্শ প্রদান |
|
বিনা মূল্যে |
৫ কর্মদিবস |
উপসহকারী কৃষি অফিসার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার কৃষি সম্প্রসারণ অফিসার উপজেলা কৃষি অফিসার ইমেইলঃ daemuksudpur@gmail.com মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৭৪৬ |
২ |
উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি যন্ত্রপাতি প্রদান |
কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ৫০% পর্যন্ত উন্নয়ন সহায়তা প্রদান |
* আবেদন প্রাপ্তি * উপজেলা কমিটির অনুমোদন * প্রকল্প বাস্তবায়ন কমিটির অনুমোদন * আদেশ জারি ও হস্তান্তর |
নির্ধারিত ফরমে আবেদন (ফরম) Machinary application Form.pdf উপজেলা কৃষি অফিস |
যন্ত্রের মূল্যের বাকি টাকা নগদে পরিশোধ |
৪৫ কর্মদিবস |
উপসহকারী কৃষি অফিসার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অফিসার উপজেলা কৃষি অফিসার মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৭৪৬ |
৩ |
কৃষি প্রণোদনা ও পুর্নবাসন প্রদান |
ফসলের আবাদ বৃদ্ধি ও প্রাকৃতিক দূর্যোগের ক্ষতি পূরণকল্পে সহয়তা প্রদান |
*আদেশ জারি *তালিকা প্রাপ্তি * উপজেলা কমিটির অনুমোদন
|
কৃষি উপকরণ কার্ড |
বিনা মূল্যে |
সরকার নির্ধারিত সময় |
উপসহকারী কৃষি অফিসার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অফিসার উপজেলা কৃষি অফিসার মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৭৪৬ |
৪ |
বসতবাড়ীতে পারিবারিক পুষ্টি বাগান/ছাদে বাগান স্থাপনে সহযোগিতা প্রদান |
পুষ্টি চাহিদা মিটাতে বসতবাড়ির আঙ্গিনায় সবজি ও ফল বাগান/বসতবাড়ীর ছাদে সবজি বাগান স্থাপনে সহযোগিতা প্রদান এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ /প্রদর্শনী/উদ্বুদ্ধকরণ/ লিফলেট/ বুকলেট/ ব্রুশিয়ার/ পোস্টার/ জার্নাল প্রদান |
* চাহিদা প্রাপ্তি (ব্যক্তিগত যোগাযোগ, এসএমএস, ভার্চুয়াল,টেলিফোন/মোবাইল কল, ই-মেইল) * পরিদর্শন ও কারিগরী সহায়তা প্রদান |
- |
বিনামূল্যে
|
বছর ব্যাপী |
উপসহকারী কৃষি অফিসার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অফিসার উপজেলা কৃষি অফিসার মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৭৪৬ |
৫ |
উদ্যান ফসল চাষে পরামর্শ ও নার্সারী স্থাপনে পরামর্শ প্রদান |
উদ্যান ফসল চাষ সম্প্রসার ও নার্সারী স্থাপনে পরামর্শ ও কারিগরী পরামর্শ প্রদান এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ /প্রদর্শনী/উদ্বুদ্ধকরণ/ লিফলেট/ বুকলেট/ ব্রুশিয়ার/ পোস্টার/ জার্নাল প্রদান |
* চাহিদা প্রাপ্তি (ব্যক্তিগত যোগাযোগ, এসএমএস, টেলিফোন/মোবাইল কল, ই-মেইল) * পরিদর্শন ও কারিগরী সহায়তা প্রদান |
|
বিনামূল্যে |
বছর ব্যাপী |
উপসহকারী কৃষি অফিসার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অফিসার উপজেলা কৃষি অফিসার মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৭৪৬ |
৬ |
পেস্টিসাইড হোলসেল লাইসেন্স |
কৃষক পর্যায়ে মান সম্পন্ন কীটনাশক সরবরাহ নিশ্চিত করতে সকল ধরনের পেষ্টিসাইড হোলসেল লাইসেন্স প্রদানের আবেদন পত্র সুপারিশসহ অগ্রায়ন |
* নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তি * কৃষি সম্প্রসারণ অফিসার- এর মূল্যায়ন ও সুপারিশ * রেজিস্ট্রশন সনদ প্রদান |
১) ফরম-৭ এ দুই কপি আবেদন, ২) রেজিষ্ট্রেশন সনদ, ৩) ব্যাংক সলভেন্সী সনদ, ৪) ট্রেড লাইসেন্স, ৫) টিআইএন সনদ |
১০০০/= ট্রেজারী চালানের মাধ্যমে |
৩০ কর্ম দিবস |
উপসহকারী কৃষি অফিসার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অফিসার উপজেলা কৃষি অফিসার ইমেইলঃ daemuksudpur@gmail.com মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৭৪৬ অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর |
৭ |
পেস্টিসাইড খুচরা বিক্রেতা (রিটেইল) লাইসেন্স |
কৃষক পর্যায়ে মান সম্পন্ন কীটনাশক সরবরাহ নিশ্চিত করতে সকল ধরনের পেষ্টিসাইড হোলসেল লাইসেন্স প্রদানের আবেদন পত্র সুপারিশসহ অগ্রায়ন |
* নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তি * কৃষি সম্প্রসারণ অফিসার- এর মূল্যায়ন ও সুপারিশ * রেজিস্ট্রশন সনদ প্রদান |
১) ফরম-৮ এ দুই কপি আবেদন, ২) ট্রেড লাইসেন্স, ৩) দোকানের বিবরণ ৪) নাগরিক সনদ ডিএই এর জেলা ও উপজেলা অফিস |
৩০০/= ট্রেজারী চালানের মাধ্যমে |
৩০ কর্ম দিবস |
উপসহকারী কৃষি অফিসার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অফিসার উপজেলা কৃষি অফিসার ইমেইলঃ daemuksudpur@gmail.com মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৭৪৬ অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, গোপালগঞ্জ ইমেইলঃ addpprajbari@dae.gov.bd ফোনঃ ০১৭০০-৭১৫৭৪৬ |
অভিযোগ দাখিল ও তথ্য প্রদানকারী কর্মকর্তা |
আপীল কর্তৃপক্ষ |
উপজেলা কৃষি অফিসারইমেইলঃ daemuksudpur@gmail.com মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৭৪৬ |
উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, গোপালগঞ্জ ইমেইলঃ মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৫০১ |
আপনার কাছে আমাদের প্রত্যাশা
ক্রমিক নং |
প্রতিশ্রুতি বা কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয় |
১। |
নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত আবেদন জমাদান (প্রযোজ্য ক্ষেত্রে) |
২। |
সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ করা (প্রযোজ্য ক্ষেত্রে) |
৩। |
সাক্ষাৎ এর জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা |
৪। |
যোগাযোগের পূর্নাঙ্গ ঠিকানা (টেলিফোন/মোবাইল নম্বর সহ) |
উপজেলা কৃষিঅফিসের দায়িত্ব: