Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter

 


Government of People's Republic of Bangladesh Office of Upazila Agriculture Officer Muksudpur, Gopalganj www.dae.muksudpur.gopalganj.gob.bd Vision: Sustainable and profitable production of crops. Mission: To enhance the technical knowledge and skills of all categories of farmers by providing efficient, effective, decentralized, area-based, demand-based and integrated agricultural extension services to increase sustainable and profitable crop production. Citizen Service Commitment

serial no

Service Name

Basic information about services

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান

সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(নাম, পদবী, ফোন নম্বর ও ই-মেইল)

কৃষি বিষয়ক পরামর্শ প্রদান

চাহিদা প্রাপ্তি সাপেক্ষে কৃষি বিষয়ক পরামর্শ সেবা প্রদান এবং প্রযোজ্য ক্ষেত্রে মাঠ পরিদর্শন/ প্রশিক্ষণ/ প্রদর্শনী/ মাঠ দিবস/দলীয় সভা আয়োজন

* চাহিদা প্রাপ্তি (ব্যক্তিগত যোগাযোগ, এসএমএস, ভার্চুয়াল,টেলিফোন/মোবাইল কল, ই-মেইল)

* কারিগরী সহায়তা  ও পরামর্শ প্রদান


বিনা মূল্যে

৫ কর্মদিবস

উপসহকারী কৃষি অফিসার

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার

সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার

কৃষি সম্প্রসারণ অফিসার

উপজেলা কৃষি অফিসার

ইমেইলঃ     daemuksudpur@gmail.com

মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৭৪৬

উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষি যন্ত্রপাতি প্রদান

কৃষি যান্ত্রিকীকরণের লক্ষ্যে কৃষি যন্ত্রপাতি ক্রয়ে ৫০% পর্যন্ত উন্নয়ন সহায়তা প্রদান

* আবেদন প্রাপ্তি

* উপজেলা কমিটির অনুমোদন

* প্রকল্প বাস্তবায়ন কমিটির অনুমোদন

* আদেশ জারি ও হস্তান্তর

নির্ধারিত ফরমে আবেদন (ফরম)

Machinary application Form.pdf

উপজেলা কৃষি অফিস

যন্ত্রের মূল্যের বাকি টাকা নগদে পরিশোধ

৪৫ কর্মদিবস

উপসহকারী কৃষি অফিসার

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার

কৃষি সম্প্রসারণ অফিসার

উপজেলা কৃষি অফিসার

daemuksudpur@gmail.com

মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৭৪৬

কৃষি প্রণোদনা ও পুর্নবাসন  প্রদান

ফসলের আবাদ বৃদ্ধি ও প্রাকৃতিক দূর্যোগের ক্ষতি পূরণকল্পে সহয়তা প্রদান

*আদেশ জারি

*তালিকা প্রাপ্তি

* উপজেলা কমিটির অনুমোদন


কৃষি উপকরণ কার্ড

বিনা মূল্যে

সরকার নির্ধারিত সময়

উপসহকারী কৃষি অফিসার

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার

কৃষি সম্প্রসারণ অফিসার

উপজেলা কৃষি অফিসার

daemuksudpur@gmail.com

মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৭৪৬

বসতবাড়ীতে পারিবারিক পুষ্টি বাগান/ছাদে বাগান স্থাপনে সহযোগিতা প্রদান

পুষ্টি চাহিদা মিটাতে বসতবাড়ির আঙ্গিনায় সবজি ও ফল বাগান/বসতবাড়ীর ছাদে সবজি বাগান স্থাপনে সহযোগিতা প্রদান এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ /প্রদর্শনী/উদ্বুদ্ধকরণ/ লিফলেট/ বুকলেট/ ব্রুশিয়ার/ পোস্টার/ জার্নাল প্রদান

* চাহিদা প্রাপ্তি (ব্যক্তিগত যোগাযোগ, এসএমএস, ভার্চুয়াল,টেলিফোন/মোবাইল কল, ই-মেইল)

* পরিদর্শন ও কারিগরী সহায়তা প্রদান

-


বিনামূল্যে


বছর ব্যাপী

উপসহকারী কৃষি অফিসার

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার

কৃষি সম্প্রসারণ অফিসার

উপজেলা কৃষি অফিসার

daemuksudpur@gmail.com

মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৭৪৬

উদ্যান ফসল চাষে পরামর্শ ও নার্সারী স্থাপনে পরামর্শ প্রদান

উদ্যান ফসল চাষ সম্প্রসার ও নার্সারী স্থাপনে পরামর্শ ও কারিগরী পরামর্শ প্রদান এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ /প্রদর্শনী/উদ্বুদ্ধকরণ/ লিফলেট/ বুকলেট/ ব্রুশিয়ার/ পোস্টার/ জার্নাল প্রদান

* চাহিদা প্রাপ্তি (ব্যক্তিগত যোগাযোগ, এসএমএস, টেলিফোন/মোবাইল কল, ই-মেইল)

* পরিদর্শন ও কারিগরী সহায়তা প্রদান



বিনামূল্যে

বছর ব্যাপী

উপসহকারী কৃষি অফিসার

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার

কৃষি সম্প্রসারণ অফিসার

উপজেলা কৃষি অফিসার

daemuksudpur@gmail.com

মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৭৪৬

পেস্টিসাইড হোলসেল লাইসেন্স

কৃষক পর্যায়ে মান সম্পন্ন কীটনাশক সরবরাহ নিশ্চিত করতে সকল ধরনের পেষ্টিসাইড হোলসেল লাইসেন্স প্রদানের আবেদন পত্র সুপারিশসহ অগ্রায়ন

* নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তি

* কৃষি সম্প্রসারণ অফিসার- এর মূল্যায়ন ও সুপারিশ

* রেজিস্ট্রশন সনদ প্রদান

১) ফরম-৭ এ দুই কপি আবেদন, ২) রেজিষ্ট্রেশন সনদ, ৩) ব্যাংক সলভেন্সী সনদ, ৪) ট্রেড লাইসেন্স, ৫) টিআইএন সনদ

১০০০/= ট্রেজারী চালানের মাধ্যমে

৩০ কর্ম দিবস

উপসহকারী কৃষি অফিসার

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার

কৃষি সম্প্রসারণ অফিসার

উপজেলা কৃষি অফিসার

ইমেইলঃ daemuksudpur@gmail.com

মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৭৪৬

অতিরিক্ত উপপরিচালক

উদ্ভিদ সংরক্ষণ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

পেস্টিসাইড খুচরা বিক্রেতা (রিটেইল) লাইসেন্স

কৃষক পর্যায়ে মান সম্পন্ন কীটনাশক সরবরাহ নিশ্চিত করতে সকল ধরনের পেষ্টিসাইড হোলসেল লাইসেন্স প্রদানের আবেদন পত্র সুপারিশসহ অগ্রায়ন

* নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তি

* কৃষি সম্প্রসারণ অফিসার- এর মূল্যায়ন ও সুপারিশ

* রেজিস্ট্রশন সনদ প্রদান

১) ফরম-৮ এ দুই কপি আবেদন, ২) ট্রেড লাইসেন্স, ৩) দোকানের বিবরণ ৪) নাগরিক সনদ ডিএই এর জেলা ও উপজেলা অফিস

৩০০/= ট্রেজারী চালানের মাধ্যমে

৩০ কর্ম দিবস

উপসহকারী কৃষি অফিসার

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার

কৃষি সম্প্রসারণ অফিসার

উপজেলা কৃষি অফিসার

ইমেইলঃ daemuksudpur@gmail.com

মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৭৪৬

অতিরিক্ত উপপরিচালক

উদ্ভিদ সংরক্ষণ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

খামারবাড়ি, গোপালগঞ্জ

ইমেইলঃ addpprajbari@dae.gov.bd

ফোনঃ ০১৭০০-৭১৫৭৪৬





অভিযোগ দাখিল ও তথ্য প্রদানকারী কর্মকর্তা

আপীল কর্তৃপক্ষ

উপজেলা কৃষি অফিসারইমেইলঃ daemuksudpur@gmail.com

মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৭৪৬

উপ পরিচালক

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, গোপালগঞ্জ

ইমেইলঃ

মোবাইল নংঃ ০১৭০০-৭১৫৫০১


আপনার কাছে আমাদের প্রত্যাশা

ক্রমিক নং

প্রতিশ্রুতি বা কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করণীয়

১।

নির্ধারিত ফরমে সম্পূর্ণভাবে পূরণকৃত আবেদন জমাদান (প্রযোজ্য ক্ষেত্রে)

২।

সঠিক মাধ্যমে প্রয়োজনীয় ফিস পরিশোধ করা (প্রযোজ্য ক্ষেত্রে)

৩।

সাক্ষাৎ এর জন্য নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা

৪।

যোগাযোগের পূর্নাঙ্গ ঠিকানা (টেলিফোন/মোবাইল নম্বর সহ)


উপজেলা কৃষিঅফিসের দায়িত্ব:

  • কৃষকের  তথ্য চাহিদা নিরুপণ নিশ্চিত করা।
  • মান সম্মত সম্প্রসারণ কর্মসূচি তৈরী করা।
  • কৃষক এবং কারিগরী ষ্টাফদের জন্য প্রশিক্ষণ সামগ্রী তৈরী করা।
  • ব্লক পর্যায়ে যে সব সমস্যা ডিএই সমাধান করতে পারছে না তা টিএইসিসি এর মাধ্যমে অন্যান্য সহযোগী সংস্থাকে অথবা জেলার বিশেষজ্ঞদের জানানো।
  • কৃষি উপকরণ সরবরাহকারী, কৃষি পণ্যের বাজারজাতকারীসহ উপজেলা পর্যায়ে কৃষক সমিতি ও অন্যান্য সংস্থার সাথে যোগসূত্র রক্ষা করা।
  • শস্য বহুমুখীকরণ, সম্প্রসারণ পদ্ধতি, উপকরণ ও ঋণ সরবরাহ এবং কৃষকদের মধ্যে প্রযুক্তি হস্তান্তর ইত্যাদি বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উন্নতমানের পরামর্শ দেয়া।
  • মাঠ পর্যায়ে বিবিধ অনুষ্ঠানে ( যেমন-চাষী র‌্যালি, মাঠ দিবস, উদ্ধুদ্ধকরণ ভ্রমণ) উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সহায়তা দান করা।
  • উপজেলা পর্যায়ের সম্প্রসারণ কর্মকান্ড (যেমন- কৃষি মেলা, কৃষক প্রশিক্ষণ) পরিকল্পনা ও বাস্তবায়ন করা।
  • টিএইসিসি এর মাধ্যমে অন্যান্য সম্প্রসারণ সেবা দানকারীদের সংগে সম্পর্ক ও কাজের সমন্বয় করা।
  • উপজেলা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠান ও পরিচালনা করা।
  • ষ্টাফদের প্রশিক্ষণ চাহিদা নিরুপণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।
  • পাক্ষিক উপজেলা প্রশিক্ষণ দিবস পরিকল্পনা ও আয়োজন করা।
  • পাক্ষিক কর্মসূচি ব্যবস্থাপনা পর্যালোচনা সভা ও মাঠ পরিদর্শনের মাধ্যমে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাজকর্ম পরিবীক্ষণ নিশ্চিত করা।
  • উপজেলা পর্যায়ে সেমস ও ক্যাপ ব্যবস্থাপনা ও সমন্বয় করা।
  • ডিইপিসি এবং অন্যান্য সভায় অন্তত একজন উর্দ্ধতন কর্মকর্তার যোগদান নিশ্চিত করা।
  • উপজেলার বাজেট ব্যবস্থাপনা এবং সময়মতো হিসাব নিকাশ নিশ্চিত করা।
  • উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জরুরী আপৎকালীন তথ্যসহ অন্যান্য তথ্য সংগ্রহ এবং তা যথাযথ ফরমে জেলা, অঞ্চল বা সদর দপ্তরে প্রেরণ করা।